মালিঙ্গার বিশ্বকাপ সম্ভাবনা বাড়ছে

চোটে আক্রান্ত লাসিথ মালিঙ্গার ২০১৫ বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। দলটির কোচ মারভান আতাপাত্তু জানিয়েছেন, শিগগির দলে ফিরবেন মালিঙ্গা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 01:08 PM
Updated : 22 Dec 2014, 01:08 PM

আতাপাত্তু জানান, নিউ জিল্যান্ডের বিপক্ষের সিরিজের ২৫ ‍ও ২৯ তারিখের ওয়ানডে দলে ফিরবে মালিঙ্গা।

শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে শ্রীলঙ্কা।

১১ জানুয়ারি ক্রাইস্টচার্চের ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার সাত ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের এই আসরের আগে চোট থেকে ফেরা মালিঙ্গাকে পরখ করে নেয়ার এটাই সুযোগ।

২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসর।

গত সেপ্টেম্বরে মালিঙ্গার চোট পাওয়া গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়। ইংল্যান্ডের বিপক্ষের সিরিজে চোটের কারণে খেলতে পারেননি ৩১ বছর বয়সী এই পেসার।