জয়ের সঙ্গে শাস্তিও সঙ্গী স্মিথের

অধিনায়ক হিসেবে অভিষিক্ত হওয়ার টেস্টে জয়ের পাশাপাশি শাস্তিও পেতে হলো স্টিভেন স্মিথকে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ধীর বোলিংয়ের জন্য অধিনায়ক স্টিভেন স্মিথসহ অস্ট্রেলিয়ার পুরো দলকে জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 02:16 PM
Updated : 21 Dec 2014, 02:16 PM

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই শাস্তির কথা জানায়।
শনিবার চতুর্থ দিনেই শেষ হয়ে যাওয়া ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম বল করেছে অস্ট্রেলিয়া বোলাররা।

আইসিসির ‘স্লো ওভার রেট’ -এর নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে করতে না পারা প্রতিটি ওভারের জন্য প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে। অধিনায়ককে গুনতে হবে এর দ্বিগুণ জরিমানা।

৩ ওভারের জন্য তাই ম্যাচ রেফারি জেফ ক্রো স্মিথকে তার ম্যাচ ফির ৬০ শতাংশ এবং বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেন।

টেস্ট ক্রিকেটে আগামী এক বছরে স্মিথ আবার একই কারণে দোষী হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

ব্রিসবেন টেস্টে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই জয় পান স্মিথ।

মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টটি শুক্রবার শুরু হবে।