স্মিথকে আপত্তিকর কথা বলায় ইশান্তের শাস্তি

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে ‘আপত্তিকর’ কথা বলার শাস্তি হিসেবে জরিমানা গুনতে হচ্ছে ভারতের পেসার ইশান্ত শর্মাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 01:49 PM
Updated : 21 Dec 2014, 01:49 PM

রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খেলোয়াড়দের জন্য আচরণবিধি ভঙ্গ করায় ইশান্তকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের। টেলিভিশনের পর্দায় দেখা যায়, স্মিথের আউটের পর তাকে লক্ষ্য করে ‘আপত্তিকর’ কথা বলেন ইশান্ত।

ইশান্ত তার দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নেন। এ কারণে আর শুনানির প্রয়োজন হয়নি।

ব্রিসবেন টেস্টে চার দিনের মধ্যে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টটি শুরু হবে শুক্রবার।