ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এগুলেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব আল হাসান এবার ওয়ানডেতেও এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 11:49 AM
Updated : 21 Dec 2014, 11:52 AM

পাকিস্তান-নিউ জিল্যান্ডের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পর রোববার প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলেন সাকিব।

ওয়ানডের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। হাফিজের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৩৯৭।

শীর্ষে থাকা শ্রীলংঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের রেটিং পয়েন্ট ৪০৯।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অসাধারণ খেলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন সাকিব। এরপর হাফিজকেই ছাড়িয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সেরা ক্রিকেটার।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও আর এক ধাপ এগিয়ে শীর্ষে উঠলে তিন ফরম্যাটের ক্রিকেটেই শীর্ষে থেকে অনন্য এক নজির তৈরি করতে পারবেন সাকিব।