উইন্ডিজের ওয়ানডে অধিনায়ক হোল্ডার

ডোয়াইন ব্রাভোকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয়েছে জ্যাসন হোল্ডারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকেই ব্রাভোকে বাদ দিয়েছেন দেশটির নির্বাচকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 09:25 AM
Updated : 21 Dec 2014, 02:01 PM

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ড্যারেন স্যামি আর কাইরন পোলার্ডও।

গত বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার পর হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১টি ওয়ানডেই খেলেন। তবে ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্রিকেট মেধার ওপর আস্থা আছে প্রধান নির্বাচক ক্লাইভ লয়ডের।

ওয়ানডে বিশ্বকাপের মাত্র দুই মাসেরও কম সময়ের আগে দলে বড় এই রদবদল করল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি দলে অবশ্য আছেন ব্রাভো।

আগামী বছর অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, আর শেষ হবে ২৯ মার্চ।
৩ টেস্টের সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
৯, ১১ ও ১৪ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। আর ওয়ানডে ৫টি হবে ১৬, ১৮, ২১, ২৫ ও ২৮ জানুয়ারি।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে শনিবার চতুর্থ দিনে ইনিংস ও ২২০ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), সুলিমান বেন, কার্লোস ব্র্যাথওয়েইট, জোনাথান কার্টার, শেলডন কট্রেল, নারসিং দিওনারাইন, লিওন জনসন, ক্রিস গেইল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরোম টেইলর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), সুলিমান বেন, কার্লোস ব্র্যাথওয়েইট, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জ্যাসন হোল্ডার, অ্যাশলি নার্স, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ।