কুকের বদলে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মর্গ্যান

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যালেস্টার কুককে। বিশ্বকাপের প্রায় দুই মাস আগে দলের দায়িত্ব দেয়া হয়েছে ব্যাটসম্যান ওয়েন মর্গ্যানকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 06:45 AM
Updated : 20 Dec 2014, 06:45 AM

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও দেশটির গণমাধ্যমে উদ্বোধনী ব্যাটসম্যান কুককে ছাঁটাই করার কথা বলা হয়েছে।

২৯ বছর বয়সী কুক ২০১১ সালে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছিলেন। টেস্টে ভালো করলেও এক দিনের ক্রিকেটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না তার। গত ২০টি ওয়ানডেতে তিনি মাত্র ২৭.৫২ গড়ে রান পেয়েছেন।
শ্রীলঙ্কার কাছে সম্প্রতি ৫-২ ব্যবধানে সিরিজ হারের পর কুক জানিয়েছিলেন, তিনি সরে দাঁড়াবেন না। তবে শুক্রবার নির্বাচকরা তাকে সরানোর সিদ্ধান্ত নিয়ে নেয়।
আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করা মর্গ্যান ইংল্যান্ডের হয়ে ১০৭টি ওয়ানডে খেলেছেন। ২৮ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যানের বর্তমান ফর্মও ভালো নয়। গত ২৩ ম্যাচে তিনি মাত্র ২৫.৪৫ গড়ে রান তুলতে পেরেছেন।