আমলার দ্বিশতকে দ. আফ্রিকার রানের পাহাড়

হাশিম আমলার দ্বিশতকে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৫২ রানে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 04:04 PM
Updated : 18 Dec 2014, 04:04 PM

এছাড়া অভিষেকেই শতক করেছেন স্টিয়ান ফান সিল। ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রথম দিনেই শতক পূরণ করা আমলা ২০৮ রান করেন। ক্যারিয়ারে আমলার এটা তৃতীয় দ্বিশতক।

বৃষ্টির কারণে ক্যারিবীয়রা অবশ্য ব্যাটিংয়ে নামতে পারেনি। দ্বিতীয় দিনে ৪৯.৩ ওভার খেলা হয়েছে।

বৃহস্পতিবার ৪ উইকেটে ৩৪০ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় স্কোরে ২৫ রান যোগ করে সুলেমান বেনের বলে আউট হয়ে যান আগের দিন শতক করা এবি ডি ভিলিয়ার্স। আর তার আউটের মধ্য দিয়ে ভাঙে চতুর্থ উইকেটে গড়া ৩০৮ রানের রেকর্ড জুটি।

১৫২ রান করেন তিনি। তার ২৩৫ বলের ইনিংসটি ১৬টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

অধিনায়ক আমলা হাল ছাড়েননি, অভিষেকেই শতক করা ভ্যান জিলের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন।

বেনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে আমলা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন।

৩৭১ বলের ইনিংসে ২২টি চারের সাহায্যে ২০৮ রান করেন আমলা।  

আর ভ্যান জিলের ১৩০ বলের ইনিংসটি ১৫টি চার সমৃদ্ধ।

অতিথিদের কেমার রোচ ও বেন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৫৫২/৫ ইনিংস ঘোষণা (পিটারসেন ২৭, এলগার ২৮, দু প্লেসি ০, আমলা ২০৮, ডি ভিলিয়ার্স ১৫২, ভ্যান জিল ১০১*, ডি কক ১৮*; রোচ ২/৫২, বেন ২/১৪৮, কট্রেল ১/১২৪)।