রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে দ. আফ্রিকা

হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এই দুই জনের অপরাজিত শতকে ৩ উইকেটে ৩৪০ রান করে প্রথম দিন শেষ করেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 04:55 PM
Updated : 17 Dec 2014, 04:55 PM

অধিনায়ক আমলা ১৩৩ এবং ডি ভিলিয়ার্স ১৪১ রানে ব্যাট করছেন।

দুই জনে মিলে এখন পর্যন্ত ২৮৩ রান করেছেন; টেস্টে চতুর্থ উইকেটে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের জুটি।

এর আগের রেকর্ডটা ছিল জ্যাক ক্যালিস ও গ্যারি কার্স্টেনের। ২০০৩ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২৪৯ রানের সেই জুটি গড়েছিলেন তারা।

বুধবার সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন ও ডিন এলগার। ৫৭ রানের জুটি গড়েন তারা; পিটারসেন ২৭ এবং এলগার ২৮ রান করেন।

এরপরই বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। ৫৭ রানেই ১৫ বলের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

টেস্ট ক্যারিয়ারে ২৯ ইনিংসে প্রথমবারের মতো শূন্য রানে আউট হন দু প্লেসি।

প্রথম দিনের খেলায় অতিথিদের উল্লাসের ওখানেই শেষ। দিনের বাকি সময়ের পুরোটা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের শাষণ করে যান আমলা ও ডি ভিলিয়ার্স। টেস্টে আমলার এটা ২৩তম আর ডি ভিলিয়ার্সের বিংশ শতক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শতক পাওয়া আমলার ২৪২ বলের ইনিংসটি ১৭টি চারে গড়া। ডি ভিলিয়ার্সের ২১১ বলের ইনিংসটি ১৫টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ৫২ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৪০/৩ (পিটারসেন ২৭, এলগার ২৮, দু প্লেসি ০, আমলা ১৩৩*, ডি ভিলিয়ার্স ১৪১*; রোচ ২/৫২, কট্রেল ১/৭৪)