দু প্লেসির প্রথম 'শূন্য'

ক্যারিয়ারে প্রথম 'শূন্য' রানে আউট হয়েছেন ফাফ দু প্লেসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে কেমার রোচের বলে কোনো রান না করেই আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 02:40 PM
Updated : 17 Dec 2014, 02:40 PM

টেস্ট ক্রিকেটে দু প্লেসির এটা ২৯তম ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে অবশ্য এখনো পর্যন্ত 'শূন্য'র দেখা পাননি দু প্লেসি। ওয়ানডেতে এ পর্যন্ত ৬০টি ইনিংস খেলেন তিনি। আর টি-টোয়েন্টিতেও ২০ ইনিংস খেলে এখনো 'শূন্য' রানে আউট হননি দু প্লেসি।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮ ইনিংস খেলার পর 'শূন্যের' দেখা পেলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ৮৪ ইনিংস পর প্রথম '০' পেয়েছিলেন ডি ভিলিয়ার্স।

টেস্ট ক্রিকেটে প্রথম 'শূন্য' রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। অভিষেক থেকে টানা ৭৮ ইনিংস খেলার পর 'শূন্যের' দেখা পান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।