হ্যাজলউডের অভিষেকে 'ধনী' অনেকে

জস হ্যাজলউডের কাছ থেকে অস্ট্রেলিয়া দল কতটা কি পাবে, সেটা দেখতে আরো অপেক্ষা করতে হবে। তবে এই পেসারের টেস্ট অভিষেকে এরই মধ্যে আর্থিক দিক থেকে লাভবান হয়েছে কিছু ক্রিকেটপ্রেমী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 02:34 PM
Updated : 17 Dec 2014, 02:34 PM

অস্ট্রেলিয়া দলে হ্যাজলউডের টেস্ট অভিষেক নিয়ে ৯ বছর আগে বাজি ধরেছিলেন কিছু ক্রিকেটপ্রেমী। ১৫ বছর বয়সী কিশোর হ্যাজলউডের বল করা দেখে তারা বাজি ধরেছিলেন ৩০ বছর বয়সের মধ্যেই তার টেস্ট অভিষেক হবে।

ব্রিটিশ বাজিকর প্রতিষ্ঠানটির বাজির দরটাও ছিল অবিশ্বাস্য-৫০০/১।

বুধবার ব্রিসবেনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা যখন হ্যাজলউডের মাথায় ব্যাগি গ্রিন ক্যাপ পরিয়ে দেন, তখন নিশ্চয়ই উল্লাসে ফেটে পড়েছিলেন বাজি ধরা মানুষগুলো।

প্রত্যেকে ১০০ ডলার করে বাজি ধরেছিলেন। জিতলেন ৫০ হাজার ডলার করে।

ভাগ্যবান এই মানুষগুলোর পরিচয় অবশ্য জানা যায়নি। তবে হ্যাজলউডের বাবা ট্রেভর আগের দিন রাতেই তাদের বাজি জেতার কথা নিশ্চিত করেন।

একই সঙ্গে একটু আক্ষেপ করেই বলেন, "আমিও যদি ১০০ ডলার বাজি ধরতাম!"