মুরালির শতকে ভারতের দিন

মুরালি বিজয়ের অসাধারণ এক শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 09:13 AM
Updated : 17 Dec 2014, 09:13 AM

বুধবার ব্রিসবেনে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩১১ রান তোলে সফরকারীরা। ৭৫ রান নিয়ে উইকেটে আছেন অজিঙ্কা রাহানে। তার সঙ্গী রোহিত শর্মার রান ২৬।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। দলের ৫৬ রানে শিখর ধাওয়ানকে হারায় তারা। আউট হওয়ার আগে ৩৯ বলে ২৪ রান বরেন তিনি।

দলকে ১০০ রানে রেখে আউট হয়ে ফেরেন ১৮ রান করা চেতেশ্বর পূজারাও। অ্যাডিলেইডে প্রথম টেস্টের দু্ই ইনিংসেই শতক করা বিরাট কোহলিও দ্রুতই আউট হয়ে ফেরেন। ১৯ রান করা কোহলি আউট হন দলের ১৩৭ রানে।

মূল্যবান এই তিন ব্যাটসম্যানকে হারানোর পরও ভারতকে বিপদে পড়তে দেননি মুরালি। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক করা মুরালি ২১৩ বলে ২২টি চারে ১৪৪ রান করে আউট হন।

অ্যাডিলেইডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নেয়া স্পিনার ন্যাথান লায়নের বলে আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে রাহানের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েন মুরালি।

দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন রাহানে ও রোহিত।

দিনের সবচেয়ে সফল বোলার অভিষিক্ত জস হ্যাজলউড। ৪৪ রানে ২ উইকেট নেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংস: ৮৩ ওভারে ৩১১/৪ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৭৫*, রোহিত ২৬*; হ্যাজলউড ২/৪৪, মার্শ ১/১৪, লায়ন ১/৮৭)।