এপ্রিলে পাকিস্তান, জুনে ভারত আসছে

আগামী বছর ভীষণ ব্যস্ত থাকবে বাংলাদেশের ক্রিকেট। ২০১৫ সালে বাংলাদেশ সফর করবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 02:28 PM
Updated : 16 Dec 2014, 02:28 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, আগামী এপ্রিলে পাকিস্তান ও জুনে ভারত বাংলাদেশ সফরে আসছে। অগাস্টে অস্ট্রেলিয়া ও অক্টোবরে দক্ষিণ আফ্রিকাকে আতিথিয়েতা দেবে বাংলাদেশ।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপ। জানুয়ারি থেকেই তার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর প্রীতি ম্যাচের আয়োজন করে বিসিবি।

এবারের প্রীতি ম্যাচে মুখোমুখি হন সাবেক ক্রিকেটাররা। আগামী বছর থেকে এটা আরো বড় পরিসরে করা যায় কিনা তার জবাবে নাজমুল হাসান বলেন, “ভারত ছাড়া বাকি তিন দলই পুরো সিরিজ খেলবে। আগামী দুই বছর আমাদের ক্যালেন্ডার খুব ব্যস্ত। এর মধ্যে নতুন কিছু যোগ করা খুব কঠিন হবে। তবে আগামী বছর আমরা বড় পরিসরে করার চেষ্টা করব।”