জিতেও বাদ ভিক্টোরিয়া

কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে শেষ রাউন্ডে জয় পেয়েছে ভিক্টোরিয়া। তারপরও হতাশা ঘিরে ধরেছে দলটিকে; ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে ছিটকে পড়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2014, 01:25 PM
Updated : 15 Dec 2014, 01:25 PM

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান একাডেমিকে ৪৮ রানে হারায় ভিক্টোরিয়া।

১১ রাউন্ড শেষ এই দুই দলেরই পয়েন্ট সমান ১৪, কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে সুপার সিক্সে খেলার সুযোগ পাচ্ছে কলাবাগান একাডেমি।

সোমবার কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য ৪৭ ওভারে নেমে আসে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভিক্টোরিয়া। তবে মার্শাল আইয়ুবের অর্ধশতক এবং নাদিফ চৌধুরী ও এনামুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৩৭ রানের স্কোর গড়ে দলটি।

মার্শাল ৭৪ বলে ৭টি চারের সাহায্যে ৫৪ রান করেন। আর অধিনায়ক নাদিফ ৪১ এবং এনামুল অপরাজিত ৪৪ রান করেন।

কলাবাগানের পক্ষে ২টি করে উইকেট নেন শরীফ, মাহমুদুল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের কাছেও যেতে পারেনি কলাবাগান একাডেমি। ৪৪ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় তারা।

সর্বোচ্চ ৪৮ রান করেন নাফিস ইকবাল।

ভিক্টোরিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন কামরুল ইসলাম ও আবু হায়দার।