শেহজাদের শতকে পাকিস্তানের জয়

আহমেদ শেহজাদের শতকে বড় জয় পেয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ১৪৭ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 06:33 PM
Updated : 14 Dec 2014, 06:33 PM

রোববারের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৬৪ রান করে পাকিস্তান।

মোহাম্মদ হাফিজের সঙ্গে ৬৩, ইউনুস খানের সঙ্গে ৭০ ও আসাদ শফিকের সঙ্গে ৭৭ রানের তিনটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়ার কৃতিত্ব শেহজাদের।

ষষ্ঠ ওয়ানডে শতক পাওয়া শেহজাদের দৃঢ়তায় এক সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ২১০ রান। তবে ম্যাট হেনরি পরপর দুই বলে শেহজাদ (১১৩) ও শফিককে ফিরিয়ে দিলে অস্বস্তিতে পড়ে দলটি।

ম্যাচ সেরা শেহজাদের ১২০ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

থিতু হওয়া দুই ব্যাটসম্যানকে হারালেও খেলায় তার কোনো ছাপ পড়তে দেননি শহিদ আফ্রিদি ও হারিস সোহেল। মাত্র ৪৬ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এই দুই জনে।

হারিস হেনরির তৃতীয় শিকারে পরিণত হলে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা পঞ্চম উইকেট জুটি। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন আফ্রিদিও।

মাত্র ২৬ বলে ৫৫ রানের ঝড়ো এক ইনিংস খেলেন আফ্রিদি। চোটের কারণে সিরিজ শেষ হয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া এই অলরাউন্ডারের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কায় গড়া।

শেষ দিকে মাত্র ১৮ বলে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন সরফরাজ আহমেদ ও সোহেল তানভির।

নিউ জিল্যান্ডের হেনরি ৩ উইকেট নেন ৬৯ রানে।

জবাবে ৩৮ ওভার ২ বলে ২১৭ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি দলটি। দ্বিতীয় ওভারেই অ্যান্টন ডেভচিচের বিদায় দিয়ে যে দিক হারানোর শুরু তার সমাপ্তি হয় ৩৯তম ওভারে লুক রনকির আউটে।

ডেভচিচ ছাড়া নিউ জিল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের বাকি ছয় জনই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু তার কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। অর্ধশতক পর্যন্তও যেতে পারেননি কেউ।

সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন রনকি।

পাকিস্তানের আফ্রিদি ও সোহেল তিনটি করে উইকেট নেন।

বুধবার আবু ধাবিতে হবে চতুর্থ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ৩৬৪/৭ (হাফিজ ৩৩, শেহজাদ ১১৩, ইউনুস ৩৫, শফিক ২৩, আফ্রিদি ৫৫, সোহেল ৩৯, আকমল ০, সরফরাজ ৩০*, তানভির ১৭*; হেনরি ৩/৬৯, ম্যাককালাম ১/৪৯, ম্যাকক্লেনাগান ১/৬৯, অ্যান্ডারসন ১/৯৬)

নিউ জিল্যান্ড: ৩৮.২ ওভারে ২১৭ (গাপটিল ১২, ডেভচিচ ০, উইলিয়ামস ৪৬, টেইলর ৩১, ল্যাথাম ৩৪, অ্যান্ডারসন ১৯, রনকি ৪১, নিশাম ২, ম্যাককালাম ১৫, হেনরি ১, ম্যাকক্লেনাগান ৬*; আফ্রিদি ৩/৩৭, সোহেল ৩/৪৫, ইরফান ২/২৬, শেহজাদ ১/২২, ওয়াহাব ১/৬২)

ম্যাচ সেরা: আহমেদ শেহজাদ।