রনির শতকে প্রাইম দোলেশ্বরের জয়

রনি তালুকদারের শতকে দারুণ এক জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 11:31 AM
Updated : 14 Dec 2014, 11:34 AM

রোববার প্রাইম দোলেশ্বরের ৮ উইকেটের জয়ে ১১২ রানে অপরাজিত থাকেন রনি। তার ১২৩ বলের ইনিংসটি ৯টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

একাদশ রাউন্ডে সপ্তম এই জয়ে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৪।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ২৩৩ রানে অলআউট হয়ে যায় পারটেক্স।

সর্বোচ্চ ৯৩ রান করেন আব্দুল্লাহ আল মামুন। তার ১০৩ বলের ইনিংসটি ১১টি চার ও ৪টি ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রানে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র।

পারটেক্সের শেষ সাত ব্যাটসম্যানের ছয় জনই কোনো রান করতে না পারায় প্রাইম দোলেশ্বরকে আরো বড় লক্ষ্য দিতে পারেনি তারা।

২৫ রানে ৪ উইকেট নিয়ে ডাভিড মালান প্রাইম দোলেশ্বরের সেরা বোলার। এছাড়া ইলিয়াস সানি ৩ উইকেট নেন ৩৮ রানে।

জবাবে ৪৪ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।

মেহেদী মারুফের সঙ্গে ৫৯ ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ১৪০ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান রনি।

মুশফিক (৭০) আব্দুর রহমানের শিকারে পরিণত হলে ভাঙে ২৬.১ ওভার স্থায়ী জুটি। মুশফিকের ৭৮ বলের ইনিংসটি ৩টি করে ছক্কা ও চারে গড়া।

অধিনায়কের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন রনি।