মোহামেডানের দারুণ জয়

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শুরুটা ভালো হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। তারপরও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ এক জয় পেয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 11:08 AM
Updated : 14 Dec 2014, 11:08 AM

১৯৫ রানের ছোট লক্ষ্য দিয়েও কলাবাগান ক্রীড়া চক্রকে ২২ রানে হারিয়েছে মোহামেডান। একাদশ রাউন্ডে পাওয়া সপ্তম এই জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৪১ ওভার ৫ বলে ১৯৪ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

২৪ রানে দলের প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি মোহামেডানের।

তবে আরিফুল হক (৮৩), রহমত শাহ (৩৩) ও নূর হোসেনের (২৬) দৃঢ়তায় শেষ পর্যন্ত দুইশ’ রানের কাছাকাছি যায় মোহামেডানের সংগ্রহ।

৪০ রানে ৫ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার শাহাদাত হোসেন।

জবাবে ৪২ ওভার ২ বলে ১৭২ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

১৮ রানে উত্তর সরকার ফিরে গেলেও জুপিটার ঘোষ (৪৪) ও শামসুর রহমান (৪৭) দেখেশুনে খেলে কলাবাগানকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এক সময় দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ১০২ রান।

৮৪ রানের জুটি ভেঙে শামসুরের বিদায়ের পর আর কোনো জুটি গড়তে না পারায় লিগে নবম হারটি এড়াতে পারেনি দলটি।

শেষ আট ব্যাটসম্যানের ছয় জনই দুই অঙ্কে যেতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ২২ রান আসে অতিরিক্ত থেকে।

২৯ রানে ৪ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার রহমত। ব্যাটিংয়েও ভালো করায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন আফগানিস্তানের এই ক্রিকেটারই।