সুযোগ হাতছাড়া করে আফসোস জিম্বাবুয়ের

বাংলাদেশ সফরে হেরে চলা জিম্বাবুয়ে জয়ে ফেরার দারুণ একটা সুযোগ পেয়েছিল বলে মনে করেন এল্টন চিগুম্বুরা। সেই সুযোগ হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ অতিথি দলের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 05:06 PM
Updated : 28 Nov 2014, 05:06 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কাছে চতুর্থ ওয়ানডেতে ২১ রানে হারে জিম্বাবুয়ে।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা চিগুম্বুরা বলেন, “আজ আমাদের খুব ভালো একটা সুযোগ ছিল। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।”

চিগুম্বুরার বিশ্বাস, পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে পারবেন তারা। সোমবার একই ভেন্যুতে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।

“আশা করি, আবার এমন সুযোগ এলে আমরা তা কাজে লাগাতে পারবো। দুর্ভাগ্য যে আমাদের আর একটি সুযোগই আছে। জয় দিয়ে শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচের দিকে ছেলেরা তাকিয়ে আছে।”

প্রথম তিন ম্যাচে সহজেই হারা জিম্বাবুয়ে চতুর্থ ম্যাচে লড়াই করেছে। এটাই পরের ম্যাচে ভালো খেলার আশা দেখাচ্ছে অধিনায়ককে।

“আমরা লড়াই করেছি। বল হাতে আবার ভালো শুরু হয়েছে। টেইলর, মায়ার শতরানের জুটি গড়েছে। আশা করি, শেষ ম্যাচে আমরা আরো উন্নতি করতে পারবো।”

শতরানের জুটি গড়ে পরপর দুই ওভারে ফিরে যান মায়ার ও টেইলর। মায়ারকে জুবায়ের হোসেন ও টেইলরকে রুবেল হোসেন বিদায় করেন। থিতু হওয়া দুই ব্যাটসম্যানের বিদায়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন চিগুম্বুরা।

পঞ্চম বোলারের ঘাটতি পূরণে চার জন বোলার ব্যবহার করেন চিগুম্বুরা। এই চার বোলার সব মিলিয়ে দেন ৬৭ রান। অতিথি দলের অধিনায়কের বিশ্বাস, পঞ্চম বোলার ভালো করলে খেলাটা ভিন্ন রকম হতো।

৩২ রানে বাংলাদেশের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। এরপর ১৩৪ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

“আমাদের পঞ্চম বোলার জুটি ভাঙতে পারেনি। প্রথম ১০ ওভারে যেমন শুরু করেছিলাম আমরা তা ধরে রাখতে পারিনি। ওরা বড় জুটি গড়েছিল। আমরা যদি আরেকটি উইকেট নিতে পারতাম তাহলে গল্পটা অন্যরকম হতে পারতো।”