ভিক্টোরিয়াকে জেতালেন ধীমান

ধীমান ঘোষের অসাধারণ এক অর্ধশতকে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারা ৭ উইকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 12:33 PM
Updated : 28 Nov 2014, 12:33 PM

শুক্রবার সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৮৩ রানে অলআউট হয় পারটেক্স।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। ১১৪ বলের ইনিংসটি ৪টি চার ও একটি ছয়ে সাজান তিনি। এবারের প্রিমিয়ার লিগে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের এটি তৃতীয় অর্ধশতক। ৪৮ রানের একটি ইনিংসও আছে বাঁহাতি এই টেস্ট ব্যাটসম্যানের।

ভিক্টোরিয়ার আবু হায়দার ২৮ রানে ৪ উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারালেও ধীমানের ১১৬ বলে অপরাজিত ৮৭ রানে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। এবারের লিগে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের এটাই প্রথম অর্ধশতক।

ভিক্টোরিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেন নাদিফ চৌধুরী।

লিগে ভিক্টোরিয়ার ৬ ম্যাচে এটি তৃতীয় জয়। আর পারটেক্সের চতুর্থ পরাজয়।