মিরপুরেও হিউসকে স্মরণ

বাউন্সারে লুটিয়ে মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউসকে স্মরণ করা হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 09:15 AM
Updated : 28 Nov 2014, 11:19 AM

শুক্রবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে চতুর্থ ওয়ানডে শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন দুই দলের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে শ্রদ্ধা জানান গ্যালারিতে থাকা দর্শকরাও। তারাও এক মিনিট নীরবতা পালন করেন।

হিউসের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকে ব্যানার, ফেস্টুন নিয়ে এসেছিলেন স্টেডিয়ামে। এর একটিতে লেখা ছিল, “হিউস, আজীবন আমরা তোমায় স্মরণ করবো।”

বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নামেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিকেটার ও দলের চিকিৎসা কর্মকর্তারা দ্রুত ছুটে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাকে নিথর অবস্থায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি কৃত্রিম কোমায় ছিলেন। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার সিডনির সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মারা যান প্রতিভাবান এই ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ সিরিজেসহ ২৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছিলেন ২৫ বছর বয়সী হিউস।