ব্রাদার্সে থামল রূপগঞ্জের জয়রথ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয়রথ থামিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মোশাররফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যের পরও এবারের আসরে প্রথম হারের মুখ দেখল রূপগঞ্জ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 12:18 PM
Updated : 27 Nov 2014, 12:18 PM

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার ব্রাদার্সের কাছে ৫ উইকেটে হেরেছে অলক কাপালির দল।

টস হেরে ব্যাট করতে নেমে মোশাররফ হোসেনের ৮৭ বলে ৮০ রানের ইনিংসের পরও ৪৯.১ ওভারে ১৯২ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন জহুরুল ইসলাম।

ব্রাদার্সের আসিফ হাসান ২১ রানে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন নাজমুস সাদাত ও আহমেদ সাদিকুর। আর একটি করে উইকেট পান শাহাজাদা হোসেন ও জো ডেনলি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নাজিম উদ্দিন ও ডেনলির দুটি অর্ধশতকে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে তারা।
নাজিম উদ্দিন ৮০ বলে ৫১ রান করেন। আর ম্যাচ সেরা ডেনলি ৬২ বলে করেন ৫১ রান।
মোশাররফ ২৭ রানে নেন ২ উইকেট।