মাঠে নামলেন না শোকগ্রস্ত ক্রিকেটাররা

ক্রিকেটের জন্য শোকের একটি দিনে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যে শারজাহ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 08:46 AM
Updated : 27 Nov 2014, 10:42 AM

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউসের করুণ মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটাররা আর মাঠে নামতে চাননি। শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ এই টেস্ট, যাতে বাড়তি একটি দিন যোগ করা হয়েছে।

বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়ে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন ফিল হিউস। বৃহস্পতিবার সিডনির একটি হাসপাতালে মারা যান এই টেস্ট ব্যাটসম্যান।

শারজাহতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে হিউসের মৃত্যুর খবর আসে। দুই দলই তখন মাঠে না নামার সিদ্ধান্ত নেয়। তখন দ্বিতীয় দিনের খেলা এক ঘণ্টা স্থগিত করা হয়। তবে দলগুলোর কর্তৃপক্ষ আলোচনার পরে পুরো দিনের খেলাই বাতিল করার সিদ্ধান্ত আসে।

পাকিস্তান দলের ম্যানেজার মইন খান জানান, ফিল হিউসের মৃত্যুর খবর শোনার পর পুরো দলই মর্মাহত।

আর নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন বলেন, “আজকের দিনটা ক্রিকেট নিয়ে নয়, এটা ফিলের।”

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস। তাকে অ্যাম্বুলেন্সে করে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন ২৫ বছর বয়সী হিউজ।