‘একই ভুলে একই ফল’

টানা তিন হারে ভীষণ হতাশ এল্টন চিগুম্বুরা। জিম্বাবুয়ের অধিনায়ক মনে করছেন, ভুলের পুনরাবৃত্তি এড়াতে না পারলে হার এড়ানো সম্ভব হবে না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 03:52 PM
Updated : 26 Nov 2014, 03:52 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

অতিথিদের বাঁচা-মরার লড়াইয়ে ৩৯ রানে বিদায় নেন প্রথম তিন ব্যাটসম্যান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিগুম্বুরা বলেন, “কিছু আউট নিয়ে হতাশ। একই ভুলে একই ফল হয়েছে।”

ব্যর্থতার বৃত্ত ভাঙতে দলে তিনটি পরিবর্তন এনেছিল জিম্বাবুয়ে। কিন্তু কোনো কাজে আসেনি।

“আমরা পরিবর্তন এনেছিলাম কিন্তু আবার একই ভুল করেছি।”

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক মনে করেন, প্রায় তিনশ’ রানের লক্ষ্য তাড়া করা ভীষণ কঠিন ছিল।

“আজ আমরা বোলিংয়ে ভালো করতে পারিনি। আমরা যেমন বল করতে চেয়েছিলাম তা করতে পারিনি। যে কোনো দলের জন্য ২৯৭ রানের লক্ষ্য তাড়া করা খুব কঠিন। তবে আমাদের হাতে উইকেট থাকলে হয়তো সম্ভব হতো।”

তৃতীয় ম্যাচেই সিরিজ খুইয়েও হাল ছাড়তে রাজি নন চিগুম্বুরা।

“৩-২ ব্যবধানে হারা ৫-০ ব্যবধানে হারার চেয়ে অনেক ভালো। পরের দুটি ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আশা করি, এই দুই ম্যাচে আমরা জিততে পারবো।”