মিরপুরে সাকিবের রেকর্ড

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ রান ও উইকেট এবং ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড আগেই ছিল সাকিব আল হাসানের। এবার এই ভেন্যুতে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 01:42 PM
Updated : 26 Nov 2014, 01:42 PM

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মিরপুরে ওয়ানডেতে সর্বোচ্চ ৭৫ উইকেট ছিল যৌথভাবে সাকিব ও আব্দুর রাজ্জাকের। ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে রেকর্ডটি একার করে নেন সাকিব।

মিরপুরে ৫২ ম্যাচে ৭৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। এখানে নিজের ৫৭তম ম্যাচে তাকে ছাড়িয়ে গেলেন সাকিব।

এই মাঠে ওয়ানডেতে দুই হাজার রানের দিকে ছুটছেন সাকিব; তার রান ১ হাজার ৮২৪। এখানে দুটি শতক ও ১৫টি অর্ধশতক করেন তিনি। তার পেছনে থাকা তামিম ইকবালের রান ১ হাজার ৫০৩।

টেস্টে ১ হাজার রানের দিকে ছুটছেন সাকিব। ১২ টেস্টে ১টি শতক ও ৬টি অর্ধশতকের সাহায্যে মিরপুরে ৯৫৬ রান করেন তিনি। তার পেছনে থাকা তামিমের রান ৭৭৪।

টেস্টে এই মাঠে ৪৩ উইকেট নেয়া সাকিবের ধারে-কাছে নেই কেউ। পাঁচবার শের-ই-বাংলায় ৫ উইকেট নেন তিনি। সাকিবের পেছনে থাকা ভারতের পেসার জহির খান নেন ১৭ উইকেট।