ক্রিকেট বিপজ্জনক খেলা: লারা

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা বলেছেন, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজের মারাত্মক চোট পাওয়ার ঘটনা মনে করিয়ে দিচ্ছে ক্রিকেট সবসময়ই বিপজ্জনক একটি খেলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 01:15 PM
Updated : 26 Nov 2014, 01:15 PM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাপটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউজ।

অস্ট্রেলিয়ার এই টেস্ট ব্যাটসম্যানের মাথায় অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন।

অস্ট্রেলিয়া গলফ ক্লাবে একটি টুর্নামেন্টে খেলতে আসা লারা বুধবার সাংবাদিকদের বলেন, “এটা খুব দুর্ভাগ্যজনক। ব্যাটসম্যানরা সবধরণের বিপদের মুখোমুখি হয়।”

সবাইকে হিউজের জন্য প্রার্থনা করার আহবান জানান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।

“আমি জানি, পুরো অস্ট্রেলিয়া এবং ক্রিকেট বিশ্ব তার খেলায় ফেরা আর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছে।”

খেলোয়াড়ি জীবনে দ্রুতগতির বোলার শোয়েব আখতার ও গ্লেন ম্যাকগ্রার বলে নিজেরও দু-একবার মাথায় আঘাত পাওয়ার ঘটনা স্মরণ করে লারা এটাকে ‘খেলার অংশ’ হিসেবেই দেখেন।