বাংলাদেশের অনুশীলনে ক্রীড়া মনোবিদ

এর আগে হারতে থাকা বাংলাদেশ দলকে সাহায্য করতে এসেছিলেন ডা. ফিল জনসি। এবার দল জয়ের মধ্যে থাকলেও কোচের চাওয়া অনুযায়ী ক্রিকেটারদের চাঙা করতে আবার এসেছেন এই ক্রীড়া মনোবিদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 03:51 PM
Updated : 25 Nov 2014, 03:51 PM

ক্রিকেটে চলতি বছরটা মোটেও ভালো কাটছিল না বাংলাদেশের। আফগানিস্তান ও নেপালের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ছাড়া আর কোনো জয় ছিল না তাদের। তাই মনোবল বাড়াতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে গত অগাস্টে জনসির শরণাপন্ন হয়েছিলেন ক্রিকেটাররা।

ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্টের পর টানা দুটি ওয়ানডেতেও জয় পেয়েছে তারা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। তার আগের দিন মঙ্গলবার স্বাগতিকদের অনুশীলনে ছিলেন জনসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানান, কোচ চন্দিকা হাথুরুসিংহের চাওয়া অনুযায়ী এসেছেন ফিল জনসি।

এর আগে গত ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে মনোবিদ আলী আজহার খানকে এনেছিল বিসিবি।