হিউসের জন্য প্রার্থনা সাকিবের

বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউসের সুস্থতা কামনা করেছেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 11:52 AM
Updated : 27 Nov 2014, 10:45 AM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে হেলমেটের পাশে বলের আঘাত পান হিউস। তাকে অ্যাম্বুলেন্সে করে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

নিজের ফেইসবুক পেইজে সাকিব জানান, ফিল হিউসের আহত হওয়ার সংবাদে তিনিও বিষন্ন। হিউসের দ্রুত সুস্থতা কামনা করে প্রাথর্না করছেন এই অলরাউন্ডার।

“আশা করি, সে দ্রুত সেরে উঠবে। শিগগির সুস্থ হয়ে ওঠো বন্ধু।”

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সে এক সঙ্গে খেলেছিলেন সাকিব ও হিউস।

হিউসের পরিবারের সদস্যরা এক বিবৃতিতে জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার আগে অস্ত্রোপচারের ফল সম্পর্কে জানা যাবে না।

চিকিৎসকরা জানান, হিউসকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। অস্ত্রোপচারের পর তিনি এখন কোমায় আছেন এবং তার অবস্থা এখনও সংকটাপন্ন।