হঠাৎ নিউ জিল্যান্ড দলে ভেটোরি

সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের নিউ জিল্যান্ড দলে ডাকা হয়েছে বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেটোরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 07:27 AM
Updated : 25 Nov 2014, 09:45 AM

৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই স্পিনার চোটের কারণে ২০১২ সালের জুলাইয়ের পর আর টেস্ট খেলেননি। তবে আগামী বুধবার শারজাহ টেস্টে খেলতেও দেখা যেতে সাবেক অধিনায়ককে।

নিউ জিল্যান্ড প্রথম দুই টেস্টে অনভিজ্ঞ স্পিন জুটি ইশ সোধি ও মার্ক ক্রেইগকে খেলিয়েছে। শারজাহর স্পিন সহায়ক উইকেটে তাই তিন জন স্পিনারকে দেখা যেতে পারে।

নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসনও উইকেটের কথা বিবেচনা করে তিনজন স্পিনার খেলানোর সম্ভাবনার কথা জানান।

“এ রকম কন্ডিশনে স্পিন যে কতটা গুরুত্বপূর্ণ, তা প্রথম দুটি টেস্ট থেকেই পরিষ্কার। আমরা ধারণা করছি, তিনটি উইকেটের মধ্যে শারজাহই সবচেয়ে ধীর হবে।”

ভেটোরি এর আগে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন। তিনি সোমবার টেস্ট দলের সঙ্গে অনুশীলন করেন।

সিরিজের ২ টেস্ট শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে অতিথিরা। সিরিজ বাঁচাতে শেষ টেস্টে তাই আক্রমণাত্মকই খেলতে হবে নিউ জিল্যান্ডকে।