শ্রীলঙ্কা দলে ডাক পেলেন হেরাথ

ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন রঙ্গনা হেরাথ। এছাড়াও ১৫ জনের দলে ঠাঁই পেয়েছেন থিলিনা কান্দাম্বি ও দিলরুয়ান পেরেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 05:05 PM
Updated : 24 Nov 2014, 05:05 PM

সোমবার সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় হবে প্রথম ম্যাচ।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ ওয়ানডে সিরিজে খেলেননি স্পিনার হেরাথ। ওই সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দলে লম্বা বিরতির পর ডাক পেয়েছেন থিলিনা কান্দাম্বি। ৩২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ২০১১ সালে সবশেষ ওয়ানডে খেলেন।

এছাড়াও ২০০৮ সালে সবশেষ ওয়ানডে খেলা অফ-স্পিনার দিলরুয়ান পেরেরা ঠাঁই পেয়েছেন ১৫ জনের দলে।

চোটের কারণে দলে জায়গা পাননি পেসার লাসিথ মালিঙ্গা। তবে বোলিং লাইনআপে আছেন স্পিনার অজন্তা মেন্ডিস।

শ্রীলঙ্কা দল:
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিলিনা কান্দাম্বি, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, অজন্তা মেন্ডিস, সামিন্দা এরাঙ্গা, ধাম্মিকা প্রাসাদ, থিসারা পেরেরা ও লাহিরু গামাগে।