ভুলের পুনরাবৃত্তিতে হতাশ চিগুম্বুরা

তাড়া করে জেতা সম্ভব ছিল, দুই ম্যাচে এমন লক্ষ্য পেয়েও বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক এল্টন চিগুম্বুরা জানান, দুই ম্যাচে একই ভুল করায় জয় হাতছাড়া হয়ে গেছে তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 05:02 PM
Updated : 23 Nov 2014, 05:02 PM

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ রানে হারে জিম্বাবুয়ে। এই হারে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অতিথিরা।

টানা দুই ম্যাচ হেরে ভীষণ হতাশ চিগুম্বুরা। তিনি বলেন, “প্রথম ম্যাচের ২৮১ রানও তাড়া করা সম্ভব ছিল। তবে আমরা আবারও একই ভুল করেছি, শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি।”

ম্যাচ-সেরা মাশরাফি বিন মুর্তজার তোপে মাত্র ৫০ রানে প্রথম চার উইকেট হারায় জিম্বাবুয়ে। চিগুম্বুরা মনে করেন, এরপরও লড়াইয়ে ছিলেন তারা।

“আমরা তখনো খেলায় ছিলাম। আমি ভেবেছিলাম, আমি শেষ পর্যন্ত থাকতে পারলে জেতা সম্ভব হবে।”

সাব্বির রহমানের সরাসরি থ্রোয়ে চিগুম্বুরা রান আউট হয়ে গেলে আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। তার রান আউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।

শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। চিগুম্বুরা মনে করেন, ব্যাটিং ব্যর্থতাতেই এই হার।

“আমার মনে হয়, কিছু ক্ষেত্রে বোলাররা খুব ভালো করেছে। ফিল্ডাররাও ইতিবাচক ছিল। তবে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি।”

বাংলাদেশ সফরে হেরেই চলেছে জিম্বাবুয়ে। তবে সব শেষ হয়ে গেছে - এমনটা মনে করেন না দলের অধিনায়ক।

“এখনো তিনটি ম্যাচ রয়েছে। অনেক কিছুই পরিবর্তন হতে পারে। একটি ম্যাচই সবকিছু পাল্টে দিতে পারে। আমি নিশ্চিত, আমরা যদি পরের ম্যাচ জিততে পারি, বাংলাদেশ খুব চাপে থাকবে।”