৬৪ রানে অলআউট মোহামেডান

জয়ের লক্ষ্য খুবই ছোট ছিল-মাত্র ১৪৪ রান। এরপরও কলাবাগান ক্রিকেট একাডেমির কাছে ৭৯ রানে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কারণ, এই লক্ষ্য তাড়া করতে নেমে ৬৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটির ইনিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 12:25 PM
Updated : 22 Nov 2014, 12:27 PM

অল্প রানের এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখান কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক মাহমুদুল হাসান। ব্যাট হাতে অর্ধশতক করার পর বল হাতে প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নেন তিনি।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি কলাবাগান। ৩৬.৪ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মাহমুদুল। ৮৮ বলের ইনিংসটি ৬টি চারে সাজান তিনি।

মোহামেডানের অমিত কুমার ২৭ রানে চার উইকেট আর নাঈম ইসলাম ৩১ রানে তিন উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৬.৪ ওভারেই গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। মোহামেডানের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ইনিংসের সর্বোচ্চ ২২ রান আসে অতিরিক্ত খাত থেকে।

ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ আট রান করেন সায়েম আলম।

কলাবাগান ক্রিকেট একাডেমির মাহমুদুল পাঁচ উইকেট নিতে খরচ করেন ২৭ রান।