প্রাইম ব্যাংককে জেতালেন সৈকত

১০ রানের জন্য শতক পাননি সৈকত আলী। তবে তার ব্যাটেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৪১ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 12:19 PM
Updated : 22 Nov 2014, 12:19 PM

ঢাকা প্রিমিয়ার লিগের এই আসরে প্রাইম ব্যাংকের এটা তৃতীয় জয়।

শনিবার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ রানে প্রথম উইকেট হারায় প্রাইম ব্যাংক। দলের ৯০ রানে আউট হয়ে যান ধারবাহিক ভালো খেলতে থাকা দিলশান মুনাবিরাও। তবে সৈকতের অর্ধশতকে ৪৯.৩ ওভারে ২৪১ রান করে অলআউট হয় প্রাইম ব্যাংক।

সৈকত ৯০ রান করেন। ১০৯ বলের ইনিংসটি তিনি ৬টি চার ও ৫টি ছয়ে সাজান।

সৈকতকে ভালোই সঙ্গ দেন তাইয়েবুর রহমান। ৭৯ বলে ৫৬ রান করেন তিনি। এ ছাড়া মুনাবিরা ২৬ ও নুরুল হাসান ২৩ বলে অপরাজিত ২২ রান করেন।

ওল্ড ডিওএইচএসের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন শহীদুল ইসলাম।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওল্ড ডিওএইচএস। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

এই নিয়ে টানা ৪ ম্যাচ হারা ওল্ড ডিওএইচএসের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন সজীব। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে লোয়ারঅর্ডার ব্যাটসম্যান শাফাক আল জাবিরের ব্যাট থেকে। ১৩ বলের ইনিংসটি ২টি চার ও ৪টি ছয়ে সাজান তিনি।

প্রাইম ব্যাংকের পক্ষে ৩২ রানে তিন উইকেট নেন তাপস বৈশ্য। দুটি করে উইকেট নেন এনামুল হক জুনিয়র, তাইজুল ইসলাম ও ফোরকান।