সাকিবের আরেকটি অলরাউন্ড কীর্তি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে জয় এনে দেয়ার পথে আরেকটি অলরাউন্ড কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 03:51 PM
Updated : 21 Nov 2014, 03:51 PM

বিশ্বের দ্বাদশ ও বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতকের পর চার উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলার পর ৪১ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের ৮৭ রানের জয়ে সবচেয়ে অবদান সাকিবেরই।

জন নিউম্বুকে আউট করে নিজের চতুর্থ উইকেট নেয়ার পর আরো ৮ বল করেন সাকিবের। এই শেষ বলগুলোতে একটি উইকেট নেয়ার কম চেষ্টা করেননি তিনি এবং সতীর্থরা। কিন্তু আর একটি উইকেট পাওয়া হয়নি তার।

ম্যাচে শতক ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব আছে দুটি। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস নিউ জিল্যান্ডের বিপক্ষে ১১৯ রান করার সঙ্গে ৪১ রানে ৫ উইকেট নেন।

২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলার পর ৩১ রানে ৬ উইকেট নিয়ে দ্বিতীয় কীর্তিটি গড়েন পল কলিংউড।