আশরাফুল-সাকিব-তামিমের পর মুশফিক

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তিন হাজার রান করেছেন মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 01:28 PM
Updated : 21 Nov 2014, 01:28 PM

শুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬৫ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে নিজের রান তিন হাজারে নিয়ে যান মুশফিক।

টেন্ডাই চাটারার করা ৪৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে তিন হাজারি ক্লাবে পৌঁছান মুশফিক। আগে থেকেই এই ক্লাবে আছেন মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

নিজের রান তিন হাজারে নিয়ে যেতে ৬০ রান প্রয়োজন ছিল মুশফিকের। ওয়ানডেতে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের রান এখন তিন হাজার ৫।

৬৫ রানের ইনিংস খেলার পথে সাকিব আল হাসানের সঙ্গে ১৪৮ রানের রেকর্ড জুটি উপহার দেন মুশফিক। তাদের দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ।

তিন হাজালের ক্লাবে যেতে এ পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলতে হয়েছে মুশফিককে। ১২৫ ইনিংসে দুটি শতকসহ ২৮.৬১ গড়ে এই রান করেন তিনি। তার সর্বোচ্চ ১১৭ রান।