জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ, ক্যালিসের পাশে সাকিব

অলরাউন্ডার হিসেবে আরেকটি মাইলফলকে পৌছলেন সাকিব আল হাসান। বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে স্বদেশে দুই হাজার রান ও একশ’ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন দেশের সেরা এই ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 01:13 PM
Updated : 21 Nov 2014, 01:13 PM

এর আগে এ কৃতিত্ব ছিল কেবল শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের।

বাংলাদেশে সাকিবের শত উইকেট ছিল আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেশের মাটিতে নিজের রান দুই হাজারে নিয়ে যেতে কেবল ১৬ রান প্রয়োজন ছিল তার। শুক্রবারের এই ম্যাচে সাকিব খেলেন ১০১ রানের অনবদ্য এক ইনিংস।

সাকিব যখন ক্রিজে আসেন তখন ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে ছিল বাংলাদেশ। শুরু থেকেই দ্রুত রান তুলে চাপটা ক্রমশ সরিয়ে দেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এল্টন চিগুম্বুরার করা ১৯তম ওভারে একরান নিয়ে দেশে নিজের রান দুই হাজারে নিয়ে যান সাকিব। আর এতেই জয়াসুরিয়া, ওয়াহ ও ক্যালিসের মতো কিংবদন্তিদের পাশে চলে আসেন এই অলরাউন্ডার।

দেশের মাটিতে ৭১ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন সাকিব।