সাকিব-মুশফিকের রেকর্ড জুটি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি উপহার দিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 11:17 AM
Updated : 21 Nov 2014, 11:17 AM

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম উইকেটে ১৪২ বলে ১৪৮ রানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। ওভার প্রতি এই জুটি রান সংগ্রহ করে ৬.২৫ করে। ব্যাটিং পাওয়ার প্লে অর্থাৎ ৩৬ থেকে ৪০ এই পাঁচ ওভারে ৪৮ রান যোগ করেন এই দুই জন।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দলীয় ৭০ রানে মুমিনুল হক বিদায় নেয়ার পর জুটি গড়েন সাকিব ও মুশফিক। উইকেট ধরে রাখার পাশাপাশি রানের গতি বাড়ানোর কাজটাও করতে হয়েছে এই দুইজনকে।

নিজের ষষ্ঠ শতকে পৌঁছানোর পর সাকিবে বিদায়ে ভাঙে ২৩.৪ ওভার স্থায়ী জুটি। এই জুটির সৌজন্যেই লড়াই করার মতো পুঁজি গড়ছে বাংলাদেশ।

রেকর্ড জুটিতে মুশফিকের অবদান ৫৫ রান, সাকিবের ৮৪।

পঞ্চম উইকেটে আগের রেকর্ডটিতেও ছিলেন সাকিব। ২০০৮ সালে রকিবুল হাসানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় ১১৯ রানের সেই জুটি গড়েছিলেন তিনি।

পঞ্চম উইকেটে এটি সাকিব, মুশফিকের দ্বিতীয় শত রানের জুটি। ২০১০ সাল জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় পঞ্চম উইকেটে ১১৬ রানের জুটি গড়েছিলেন তারা।

২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ষষ্ঠ উইকেটেও একটি শতরানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক (১০৫)।