ওয়ানডের দলে শফিউল

প্রথম দুই ওয়ানডের জন্য আগেই ঘোষণা করা বাংলাদেশ দলে নেয়া হয়েছে শফিউল ইসলামকে । তাকে নিয়ে স্বাগতিক দলে পেসার হলো চার জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 11:59 AM
Updated : 20 Nov 2014, 11:59 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শফিউলকে দলে নেয়ার কথা জানালেও কোনো কারণ উল্লেখ করেনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্টে খেলেন শফিউল। সেই ম্যাচে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন এই পেসার।

এই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেন শফিউল। ৮৮ রানের সহজ জয় পাওয়া সেই ম্যাচে ৯ ওভার বল করে ২৪ রানে ২ উইকেট নেন বিসিবি একাদশের এই বোলার।

মাশরাফির সঙ্গে দলে আগে থেকেই ছিলেন রুবেল হোসেন ও আল-আমিন হোসেন। শফিউলের উপস্থিতিতে স্বাগতিকদের পেস বোলিং শক্তি বাড়ল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে হবে। রোববার একই স্টেডিয়ামে হবে দ্বিতীয় ওয়ানডে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম।