রানের জন্য লড়াই পাকিস্তানের

দুবাই টেস্টের তৃতীয় দিনে রানের জন্য লড়াই করতে হয়েছে পাকিস্তানকে। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১০৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 01:44 PM
Updated : 19 Nov 2014, 01:44 PM

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের চেয়ে এখনো ১২২ রান পিছিয়ে রয়েছে পাকিস্তান। ২৮ ও ১ রান নিয়ে উইকেটে আছেন যথাক্রমে সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৩৪ রান নিয়ে বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান।

দিনের প্রথম ঘণ্টায় পাকিস্তানের রান তোলার গতি ভালোই ছিল। এই সময়ে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তোলে তারা। দ্বিতীয় ঘণ্টায় মাত্র ৩৪ রানই নিতে পারেন আজহার আলি ও ইউনুস খান।

দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ৬৪ রান নেয় পাকিস্তান। এই সময়ে ইউনুসের উইকেটটিও হারায় তারা।

তৃতীয় উইকেটে আজহারের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে ইউনুস আউট হন ৭২ রান করে। ১৬০ বলের ইনিংসটি ৭টি চার ও ২টি ছয়ে সাজান তিনি।

চা বিরতি থেকে ফিরে আউট হন অধিনায়ক মিসবাহ-উল হক ও আজহার। মিসবাহ ২৮ ও আজহার ৭৫ রান করেন।

শেষ বিকেলে আসাদ শফিকের উইকেটটিও হারায় স্বাগতিকরা। এই সেশনে ৩টি উইকেট হারালেও ৩১ ওভার খেলে ৯৯ রান তোলে পাকিস্তান।

নিউ জিল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন ইস সোধি। একটি করে উইকেট নেন জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মার্ক ক্রেইগ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৬ ওভারে ৪০৩ (ল্যাথাম ১৩৭, ম্যাককালাম ৪৩, উইলিয়ামসন ৩২; বাবর ৪/১৩৭, আদিল ২/৭৩, ইয়াসির ২/৯২)।
পাকিস্তান প্রথম ইনিংস: ১০৯ ওভারে ২৮১/৬ (মাসুদ ১৩, তৌফিক ১৬, আজহার ৭৫, ইউনুস ৭২, মিসবাহ ২৮, শফিক ৪৪, সরফরাজ ২৮*, ইয়াসির ১*; সোধি ২/৬৫, নিশাম ১/৬, সাউদি ১/৪১, বোল্ট ১/৪৬, ক্রেইগ ১/৯৪)।