মুনাবিরার নৈপুণ্যে প্রাইম ব্যাংকের বিশাল জয়

দিলশান মুনাবিরার অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তৃতীয় রাউন্ডে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে তাদের জয়টি ১১৩ রানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 12:24 PM
Updated : 18 Nov 2014, 12:24 PM

লিগের তিন রাউন্ড শেষে প্রাইম ব্যাংকের এটি দ্বিতীয় জয়। আর কলাবাগান ক্রিকেট একাডেমির এটা দ্বিতীয় হার। 

টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক মুনাবিরা ও সাদমান ইসলামের দুটি অর্ধশতকে ৪৯.৪ ওভারে ২৭৪ রান তুলতে পারে। বল হাতে ৫ উইকেট নিয়ে কলাবাগানের ইনিংস ৪০.৫ ওভারে ১৬১ রানে গুটিয়ে দেন মুনাবিরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরুটা অবশ্য ভালো হয়নি প্রাইম ব্যাংকের। ২০ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে সাদমানের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মুনাবিরা।

৭টি চারও ৪টি ছয়ে ৮০ বলে ৭২ রান করেন মুনাবিরা। আর সাদমান ৫৩ রান করেন ১০৪ বলে।

শেষ দিকে নুরুল হাসানের ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক।

কলাবাগানের মাহমুদুল হাসান ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন নাবিল সামাদ ও শরীফ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলাবাগান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জীবন মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে নাজমুল হোসেনের ব্যাট থেকে।

কলাবাগানের ইনিংস এলোমেলো করে দেয়া মুনাবিরা ৫ উইকেট নিতে খরচ করেন ৪০ রান।