হেরেই চলেছে ওল্ড ডিওএইচএস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হেরেই চলেছে ওল্ডডিওএইচএস। পারটেক্স স্পোর্টিং ক্লাবের কাছে তাদের ১২ রানের হারটি এই মৌসুমে টানা তৃতীয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 11:50 AM
Updated : 18 Nov 2014, 11:50 AM

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ওল্ড ডিওএইচএসকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি পারটেক্স। ৮ উইকেটে ১৮৯ রান তোলে তারা। জবাবে ৪৯.১ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস।

১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা পারটেক্স লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে পারে মেহরাব হোসেন জুনিয়র, অধিনায়ক রাজিন সালেহ, আরমান হোসেন ও নুরুজ্জামান মাসুমের চারটি ইনিংসের কল্যাণে।

মেহরাব দলীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন। রাজিন করেন ৩০ রান। আরমানের ২৮ রানের পর মাসুম ২৫ বলে অপরাজিত ২৭ রান করেন।

ওল্ড ডিওএইচএসের শহীদুল ইসলাম ৪১ রানে ৩ উইকেট নেন। নেহাদুজ্জামান ২৩ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান রুবেল মিয়া, শেহান জয়াসুরিয়া ও সালেহ আহমেদ শাওন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওল্ড ডিওএইচএস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক কাফি খান। সজীব ৩০ ও জয়রাজ শেখ ইমন করেন ২৮ রান।

পারটেক্সের পক্ষে ৩টি করে উইকেট নেন মাসুম ও শফিউল আলম।