ওয়ানডেতে বাংলাদেশকে 'চ্যালেঞ্জ' জিম্বাবুয়ের

টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার আশা দলের কোচ স্টিভেন ম্যানগনগোর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 11:39 AM
Updated : 18 Nov 2014, 11:39 AM

মঙ্গলবার জিম্বাবুয়ের অনুশীলন শুরুর আগে ম্যানগনগো বলেন, “আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন ওয়ানডে সিরিজের দিকে। আশা করি, ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই দুই দলের ওয়ানডে সিরিজ সব সময় রোমাঞ্চকর হয়, এবারও তাই হবে।”

৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনের জবাব খুঁজে পায়নি জিম্বাবুয়ে। ৪৯ উইকেট নিয়ে স্বাগতিক স্পিনাররাই ব্যবধান গড়ে দেন। কোচ আশাবাদী, ওয়ানডেতে চিত্রটা ভিন্ন হবে।

“টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের উন্নতিতে আমি সন্তুষ্ট। বাংলাদেশের স্পিনাররা প্রতিটি ম্যাচেই আমাদের ভুগিয়েছে। তারপরও খুলনা টেস্টে আমরা ৩৬৮ ও চট্টগ্রামে ৩৭৪ রান করেছি। আমরা প্রতিটি ম্যাচেই উন্নতি করছি।”

দুই দলের শেষ দুটি ওয়ানডে সিরিজ হয়েছিল জিম্বাবুয়েতে। গত বছর ২-১ ও ২০১১ সালে ৩-২ ব্যবধানে জেতে স্বাগতিকরা। কোচ জানান, এবার বাংলাদেশে জিততে চান তারা।

“জিম্বাবুয়ের সেই দুই সিরিজ এখন অতীত। এটা সম্পূর্ণ নতুন একটা সিরিজ। আমরা নতুন করে শুরু করতে চাই। বাংলাদেশ নিজের শেষে সব সময়ই ভয়ঙ্কর প্রতিপক্ষ।”

১৩ বছরের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো সিরিজ জিততে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই জিম্বাবুয়ের উন্নতি করতে হবে বলে মনে করেন দলের কোচ।

“আমরা কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে ভালো করেছি। জিততে হলে আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।”

সর্বশেষ ২০০১ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। এর পরের পাঁচটি সিরিজেই জিতে স্বাগতিকরা।