বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ২ নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে দলে যোগ দিয়েছেন চার ক্রিকেটার। এদের দুই জন আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি নতুন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 06:37 AM
Updated : 18 Nov 2014, 03:11 PM

প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে এসেছেন অলরাউন্ডার সলোমন মিরে ও ব্যাটসম্যান পিটার মুর। এছাড়া দলে ফিরেছেন লেগস্পিনার টিমিসেন মারুম ও পেসার নেভিল মাডজিভা।

৩-০ ব্যবধানে হারা টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে গেছেন ওয়েলিংটন মাসাকাদজা, ব্রায়ান চারি, ম্যালকম ওয়ালার ও নাটসাই মুশাংওয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডয়ামে আগামী শুক্রবার ও রোববার হবে প্রথম দুটি ওয়ানডে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর হবে শেষ তিনটি ওয়ানডে।

জিম্বাবুয়ে ওয়ানডে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, টেন্ডাই চাটারা, ক্রেইগ আরভিন, টাফাজয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, জন নিউম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, নেভিল মাডজিভা, টিমিসেন মারুমা, সলোমন মায়ার, পিটার মুর।