শীর্ষে ফিরলেন সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজে ফিরেই আইসিসির টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান। শুক্রবার শেষ হওয়া খুলনা টেস্টে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে শীর্ষে উঠে আসেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2014, 01:33 PM
Updated : 7 Nov 2014, 01:33 PM

তৃতীয় স্থান থেকে এক লাফে সবার উপরে ওঠা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪১৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৩৫৭।

গত সেপ্টেম্বরে অশ্বিনের কাছেই শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব।

এরপর দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারেরও পেছনে পড়ে যান তিনি। বর্তমানে তৃতীয় স্থানে নেমে যাওয়া ফিল্যান্ডারের পয়েন্ট ৩৪৮।

খুলনা টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে মোট ১০ উইকেট নেন বিসিবির নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়েই ক্রিকেটে ফেরা সাকিব।

এক টেস্টে শতকের ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব গত তিন দশকের মধ্যে দেখাতে পারেনি বিশ্বের কোনো ক্রিকেটার। এই রেকর্ড আছে কেবল ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের।

খুলনাতে সাকিবের দারুণ এই কৃতিত্বে টেস্ট জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

ঢাকায় প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব।