চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জিম্বাবুয়ে

মিরপুর টেস্টে স্পিনের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর থেকেই উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করছে জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দার বিশ্বাস, খুলনা টেস্টেই কঠোর প্রচেষ্টার সুফল পাবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 12:47 PM
Updated : 1 Nov 2014, 12:47 PM

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সিবান্দা বলেন, “বাংলাদেশের বিপক্ষে স্পিনই আমাদের প্রধান সমস্যা। তবে সবাই চেষ্টা করছে। সবাই স্পিনের বিপক্ষে ভালো খেলার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। আমি নিশ্চিত, আমরা দ্রুতই স্পিনারদের বিপক্ষে ভালো কিছু করে দেখাবো।”

মিরপুর টেস্টে ৩ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে অতিথিদের ১৮টি উইকেট নেন বাংলাদেশের স্পিনাররা।

বাংলাদেশের স্পিনারদের সামলাতে রুদ্ধদ্বার ব্যাটিং অনুশীলন, বোলিং মেশিনে টার্নিং মোডে অনুশীলনের পর খুলনায় পিচে জাল বিছিয়ে ব্যাটিং অনুশীলন করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।

সিবান্দা জানান, সিরিজে সমতা ফেরাতে মরিয়া হয়ে আছে জিম্বাবুয়ে দল। “আমাদের এই ম্যাচটি জেতা খুব দরকার; দলের সবাই আশাবাদীও। আশা করছি, ইতিবাচক ফলাফল হবে।”