অনুশীলনে তামিমের চোট

দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পেয়েছেন তামিম ইকবাল। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 02:42 PM
Updated : 29 Oct 2014, 02:42 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পান তামিম। সাথে সাথেই মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

পরে অ্যাপোলো হাসপাতালে এক্স-রে করা হয় তামিমের।

বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খান তামিমের চোট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তামিমের এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। লিগামেন্টে ব্যথা পেয়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম।”

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবে বাংলাদেশ।

মিরপুরে প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।