সাকিব, তাইজুলদের কালপাগের সতর্কবার্তা

মিরপুর টেস্টে স্পিনে কাবু জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের হালকাভাবে দেখতে রাজি নন রুয়ান কালপাগে। খুলনায় অতিথি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 02:01 PM
Updated : 29 Oct 2014, 02:01 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সোমবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।

মিরপুরে তিন দিনে জেতা টেস্টে জিম্বাবুয়ের ২০ উইকেটের ১৮টিই নেন বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও জুবায়ের হোসেন। দ্বিতীয় টেস্টেও তাদের একাগ্রতা ধরে রাখার আহ্বান জানান কালপাগে।

“এই পর্যায়ের ক্রিকেটে আমরা কাউকে ছোট করে দেখতে পারি না। জিম্বাবুয়ে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে। তাই কাউকে হালকাভাবে দেখা ঠিক হবে না। উইকেট থেকে সহায়তা পেলে ব্যাটসম্যানরা রান পাবে। আমার মনে হয়, জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।”

স্পিনারদের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানান কালপাগে।

“অনেক দিন পর মাঠে নামা সাকিব ছয় উইকেট নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। অভিষিক্ত জুবায়েরও ভালো করেছে। তবে চমক দেখিয়েছে আট উইকেট নিয়ে জয় এনে দেয়া তাইজুল।”

শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার কালপাগের বিশ্বাস, তাইজুল ও জুবায়ের বাংলাদেশের ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যাবে।

বাংলাদেশের ফিল্ডিংয়ে এখনো অনেক উন্নতি প্রয়োজন বলে মনে করেন কালপাগে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর বিশ্বকাপ রয়েছে। তাই এই বিভাগে দ্রুত উন্নতি দেখতে চান তিনি।

“ফিল্ডিংয়ে ভালো করতে আমরা কঠোর পরিশ্রম করছি। ম্যাচে একটা সময় হয়তো আপনার পক্ষে থাকবে না। তখন বোলিংয়ে না পারলে ফিল্ডিং দিয়ে ফেরার চেষ্টা করতে হয়।”