পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষে দ. আফ্রিকা

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতে সুসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 10:58 AM
Updated : 28 Oct 2014, 10:58 AM

নিউ জিল্যান্ডে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এবি ডি ভিলিয়ার্সের দল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে এক রেটিং পয়েন্টে পিছিয়ে থেকে সিরিজ শুরু করেছিল তারা।

গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৭২ রানে জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে দক্ষিণ আফ্রিকা। হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও শীর্ষস্থান ধরে রাখতে কোনো সমস্যা হয়নি তাদের।

শীর্ষে ফেরা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৫; দুই নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৪। তিন নম্বরে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের রেটিং পয়েন্ট ১১৩। আর নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৯।

২০০৯ সালের সেপ্টেম্বরে শেষবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। সেই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডে বাদ পড়ে অস্ট্রেলিয়ার কাছে সেরার আসন হারায় তারা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স (৮৮৩) ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে ৩৮ ও ১১৯ রানের দুটি ইনিংস খেলে তার সঙ্গে রেটিং পয়েন্ট ব্যবধান ২৮ এ নামিয়ে এনেছেন সতীর্থ হাশিম আমলা (৮৫৫)।