হারের যন্ত্রণা থেকে প্রেরণা খুঁজছে অস্ট্রেলিয়া

সিরিজ বাঁচাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বা শেষ টেস্টে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। লড়াইয়ে নামার আগে দলটির অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রেরণা হিসেবে দেখছেন প্রথম টেস্টের পরাজয়ের যন্ত্রণাকেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 12:05 PM
Updated : 27 Oct 2014, 12:05 PM

দুবাইয়ে প্রথম টেস্ট হেরে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার থেকে আবু ধাবিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

রোববার ২২১ রানের হারটি এই বছরে টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় পরাজয়। তবে এই হারটিই জয়ের জন্য অস্ট্রেলিয়াকে আরো বেশি উন্মুখ করে তুলবে বলে মনে করেন ক্লার্ক।

“যখনই আমরা কোনো ম্যাচ হারি, আমাদের যন্ত্রণা হয়। আপনি হারতে পছন্দ করবেন না। অস্ট্রেলিয়ানরা সাধারণত হারতে পছন্দ করে না। নিজেদের যথাসম্ভব প্রস্তুত করতে হাতে কয়েকটা দিন আছে এবং দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় আছি আমরা।”

দুবাই টেস্টে পাকিস্তানের ভালো খেলার প্রশংসা করেন ক্লার্ক। আর পঞ্চম ও শেষ দিনে ব্যাট হাতে স্টিভেন স্মিথ ও মিচেল জনসনের প্রতিরোধে মুগ্ধ তিনি।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্মিথ ৫৫ রান ও জনসন ৬১ রান করেন।