জোড়া শতকে বিশ্বকাপের আশা ইউনুসের

অস্টেলিয়ার বিপক্ষে দুবাই টেস্টের দুই ইনিংসেই শতক করায় আত্মবিশ্বাস বেড়েছে ইউনুস খানের। পাকিস্তানের এই ব্যাটসম্যানের বিশ্বাস, জোড়া শতকের কল্যাণে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের দলে ঠাঁই হতে পারে তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 12:00 PM
Updated : 27 Oct 2014, 12:00 PM

দুবাইয়ে রোববার প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২২১ রানে হারায় পাকিস্তান। দুই ইনিংসে শতক করে পাকিস্তানের সবচেয়ে বেশি শতক করা ব্যাটসম্যান হয়ে যান ইউনুস। ২৬টি শতকের মালিক ইউনুসের টেস্ট গড় ৫২.৪৭।

ওয়ানডেতে অবশ্য ইউনুসের গড় ৩১.৭৫। তবু ব্যাটে রানে আছে বলেই স্বপ্ন দেখছেন এ বছরেই ৩৭ বছরে পা দিতে চলা ইউনুস।

জিও সুপার স্পোর্টস চ্যানেলকে ইউনুস বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে এই শতক দুটি করার পর আমার মধ্যে আশাটা আবার জ্বলে উঠেছে যে, আমি বিশ্বকাপে খেলতে পারি। এটাই আমি করতে চাই।”

আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।