অনুকূল পরিবেশেও ‘হতাশাজনক’ ব্যাটিং

পিচ কন্ডিশন সবই বাংলাদেশের অনুকূলে ছিল। জিম্বাবুয়ের বোলাররা ভালো বল করলেও তেমন একটা বাউন্স বা টার্ন পাচ্ছিলেন না। তাই সুযোগ থাকলেও বড় লিড নিতে না পারায় হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 02:28 PM
Updated : 26 Oct 2014, 02:28 PM

জিম্বাবুয়ের ২৪০ রানের জবাবে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানান, ১৪ রানের মামুলি লিডে মোটেও স্বস্তিতে নেই তারা।

“পিচ আজকে খুব ভাল ছিল। ওরা খুব ভাল জায়গায় বল করলেও পিচ ও কন্ডিশন ব্যাটসম্যানদের অনুকূলে ছিল। আহামরি কোনো স্পিন বা বাউন্সও হচ্ছিল না। আমাদের একটু ধৈর্য্য নিয়ে ব্যাটিং করা উচিত ছিল।”

ব্যাটসম্যানদের ধরণ দেখে মনে হয়েছে তারা আত্মহত্যা করছেন। তবে অর্ধশতক পাওয়া অলরাউন্ডার মাহমুদুল্লাহ তা মনে করেন না।

“ওরা নিয়ন্ত্রিত বল করেছে। বাজে বল ছাড়া খুব একটা রানও করতে পারছিলাম না। চা বিরতিতে যাওয়ার আগে ওই শটটা খেলা আমার উচিত হয়নি। কারণ আমি খুব সহজেই খেলতে পারছিলাম। ওই সময়ে ওই শটটা খেলা দরকার ছিল না।”

দিন শেষে বিনা উইকেটে ৫ রান করায় মাত্র ৯ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের তৃতীয় ইনিংসটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন মাহমুদুল্লাহ।

“আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব ওদের কয়েকটা উইকেট নেয়ার। যত সম্ভব কম রানে ওদের বেধে রাখার।”

চতুর্থ ইনিংসে ব্যাটসম্যানদের কাজ সহজ করতে যত সম্ভব কম রানে বেধে রাখতে চায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ জানান, এতে বড় ভূমিকা থাকতে পারে ফিল্ডারদের। জিম্বাবুয়ের ফিল্ডিং খুব ভাল হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের ফিল্ডিংটা আরও ভালো করার।”

পঞ্চম দিনে খেলা গড়ালে বাংলাদেশের জন্য কাজটা খুব কঠিন হবে বলে মনে করেন মাহমুদুল্লাহ।

“পঞ্চম দিনে উইকেটে ফাটল ধরবে। আমার মনে হয়, এই টেস্টের রেজাল্ট হবে। তাই আমাদের খুব দ্রুত উইকেট নিতে হবে। তাদেরকে কম রানে আটকে রাখতে হবে।”