মিরপুরের উইকেটে অবাক করা বাউন্স!

মিরপুর টেস্টের প্রথম দিন উইকেট থেকে বেশ সহায়তা পেয়েছেন বোলাররা। পেসারদের বল তো বটেই, সাকিব আল হাসানদের বলও বেশ উঠেছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 12:38 PM
Updated : 25 Oct 2014, 12:42 PM

শনিবার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের সাকিব জানান, দেশের মাটিতে কখনো কোনো উইকেটে এতো বাউন্স পাননি।

“ধারাবাহিকভাবে এতো বাউন্স করেনি। কিছু বল যেভাবে লাফ দিয়েছে; এমন কখনও হয়নি।”

উইকেটে বাউন্স দেখে অবাক হয়নি জিম্বাবুয়ে। তবে দলের উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজা জানান, এতটা বাউন্স আশা করেননি তারা।

“আমার মনে হয়, আমরা উইকেট ঠিকভাবে বুঝতে পেরেছিলাম। তবে কয়েকবার ভিন্ন আচরণও করেছে। আর আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি বাউন্স করেছে।”

উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই সাকিবের মারাত্মক বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের।

“উইকেট খুব ভালো ছিল। উপমহাদেশে নিচু বাউন্সের উইকেটই প্রত্যাশিত থাকে। আমরা বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত। তাই বাউন্স দেখে অবাক হইনি।”

বাউন্স কাজে লাগিয়ে স্বাগতিকদের একটি উইকেটও তুলে নিয়েছে জিম্বাবুয়ে। টিনাশে পানিয়াঙ্গারার লাফিয়ে উঠা একটি বলে স্লিপে হ্যামিল্টন মাসাকাদজার হাতে ধরা পড়ে ফিরেন তামিম ইকবাল। এই একটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।